ফিজিওথেরাপির প্রচার বলতে পারেন স্পোর্টস মেডিসিন এর হাত ধরে হয়েছে। আজ থেকে ২৫ / ৩০ বছর আগে আমরা দেখতাম ক্রিকেট মাঠে খেলোয়াড় চোট পেলে ফিজিওথেরাপিস্ট ছুটে যাচ্ছেন তাকে ঠিক করার জন্য কিংবা আমরা ফুটবল প্রিয় বাঙালিরা দেখেছি ওয়ার্ল্ড কাপ এর সময় ফিজিওথেরাপিস্টদের। সাধারণত, স্পোর্টস মেডিসিন টীম এর মধ্যে থাকেন একজন জেনারেল ফিজিসিয়ান, ফিজিওথেরাপিস্ট, মনোবিদ, ডায়েটিশান, অর্থোপেডিক সার্জন, ম্যাসেজ থেরাপিস্ট, রেডিওলজিস্ট, পোডিয়াট্রিস্ট, স্পোর্টস ফিজিওলজিস্ট, ফিটনেস adviser এবং সর্বোপরি কোচ। এছাড়াও থাকতে পারেন অস্টিওপাত, কাইরোপ্র্যাক্টর আর বায়োমেকানিস্ট। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফিজিওথেরাপিস্ট।


Comments